শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন তালহা,


রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের কার্যলয়ে সম্মেলন কক্ষে প্রতীক গ্রহন করেছে প্রার্থীগণ।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন প্রার্থীগণ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মনির হোসেন প্রমুখ।এদিকে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করেছেন বাবু চন্দনশীলকে। ৪ নং ওয়ার্ড থেকে মো. আলাউদ্দিন ও ৫ নং ওয়ার্ড আনছার আলী একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ২৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ৬জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ১৯জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করবেন।জেলা পরিষদ নির্বাচনে ১৯জন প্রতিদ্বন্দ্বিরা আজ প্রতীক পেয়েছেন। তাদের মধ্যে সাধারণ আসনের ১নং ওয়ার্ড থেকে আলাউদ্দিন টিউবওয়েল প্রতীক পেয়েছেন, জাহাঙ্গীর আলম বৈদুতিক পাখা প্রতীক পেয়েছেন, মুজিবুর রহমান ঘড়ি প্রতীক পেয়েছেন, সায়েম রেজা হাতি প্রতীক প্রতীক পেয়েছেন।২নং ওয়ার্ড থেকে আমিন উল্লাহ রতন হাতি প্রতীক পেয়েছেন, রাসেল শিকদার ঘুড়ি প্রতীক পেয়েছেন, জাহাঙ্গীর হোসেন তালা প্রতীক পেয়েছেন, মোবারক হোসেন ক্রিকেট ব্যাট প্রতীক পেয়েছেন, মাছুম আহম্মেদ বৈদুতিক পাখা প্রতীক পেয়েছেন, মোস্তফা হোসেন চৌধুরী অটো রিক্সা প্রতীক পেয়েছেন।৩ নং ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান হাতি প্রতীক পেয়েছেন, আবু নাইম তালা প্রতীক পেয়েছেন।অন্যদিকে, সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ড সাদিয়া আফরিন বই প্রতীক পেয়েছেন, আছিয়া খানম সুমি দোয়াত কলম প্রতীক পেয়েছেন ও নাছরিন আক্তার হরিন প্রতীক পেয়েছেন।সংরক্ষিত ২ নং ওয়ার্ড থেকে নূর জাহান বই প্রতীক পেয়েছেন, হাওয়া বেগম মাইক প্রতীক পেয়েছেন, সীমা রানী পাল টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন ও শাহিদা মোশারফ দোয়াত কলম প্রতীক পেয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon