শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

সেপ্টেম্বর মাসে ১২১ কোটি ৫ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২ অক্টোবর ২০২২

ফাইল ফুটেজ

নিজস্ব প্রতিবেদক,

বিজিবি’র অভিযানে সেপ্টেম্বর মাসে ১২১ কোটি ৫ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রবিবার (০২ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১২১ কোটি ৫ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৮,৩১,৫৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯,৭৯৭ বোতল ফেনসিডিল, ১৫,২০২ বোতল বিদেশী মদ, ৭৯৫ লিটার বাংলা মদ, ২,৬৮০ ক্যান বিয়ার, ২,২০৬ কেজি গাঁজা, ২ কেজি ১৬ গ্রাম হেরোইন, ২১,০৯৮টি ইনজেকশন, ৬,৬২০টি ইস্কাফ সিরাপ, ৭৫৫ বোতল এমকেডিল/কফিডিল, ২,৮৫,২৬৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৯,৬১,৫২৪টি বিভিন্ন প্রকার ঔষধ এবং ৯৭,৩৫০টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ৮৫১ গ্রাম স্বর্ণ, ৮ কেজি ৪০০ গ্রাম রূপা, ১,৮৩,৪৭০টি কসমেটিক্স সামগ্রী, ১,০৬৩টি ইমিটেশন গহনা, ১৯,৯৫৬টি শাড়ী, ২,৯৩০টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/ কম্বল, ২,১০৫টি তৈরী পোশাক, ২,৩৪৭ ঘনফুট কাঠ, ৪,৫০২ কেজি চা পাতা, ৪০,৮৫০ কেজি কয়লা, ৪৯১ কেজি কিটনাশক, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১০টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৫৬টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ৭টি গান, ১৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন এবং ৫৮৮ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু ।

এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৩ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশী নাগরিক ও ০৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই কমর্কর্তা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon