বাঘা রাজশাহী প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান,
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী কালিবাড়ি মন্দিরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দুর্গাপূজার কার্যক্রম সম্পন্ন হয়েছে। । বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শারদীয় উৎসবে এ খেলার অংশ গ্রহণ করে নারীরা।
জানা যায়, হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় দুর্গাপূজা। নানা আয়োজনে কয়েক দিনব্যাপী দূর্গাপূজা পালিত হয়। এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো “সিঁদুর খেলা”। শারদীয় উৎসবের বিজয়া দশমীর দিনে এ খেলা হয়। এই খেলা কেবল বিবাহিত নারীদের মধ্যে সীমাবদ্ধ। বিবাহিত হিন্দু ধর্মালম্বী নারীদের প্রতীক হলো সিঁদুর খেলা ।
এ বিষয়ে আড়ানী পৌর বাজারের পলাশ কুমার দোবে বলেন, বিজয়া দশমীতে মা দুর্গাকে বিদায় জানানোর দিন। এই দিনটি শেষ হয় মহা আরতির মাধ্যমে। সিঁদুর খেলায় মধ্য দিয়ে দুর্গাপূজার সব কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলার আড়ানী মাষ্টার পাড়া মহল্লার মিনতি রানী বলেন, বিবাহিত নারীদের মাঝে সিঁদুর খেলা হয়। বিবাহিত নারীরা সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন। এই সিঁদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান তাঁরা । দুর্গাকে নিয়ে যাওয়ার আগে সিঁথিতে সিঁদুর মাখানোর পর আঙুলে লেগে থাকা বাকি সিঁদুর একে অপরের মুখে মাখেন তারা ।
উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোলাপ সাহা বলেন, বাঙালি হিন্দু নারীরা ঐতিহ্যবাহী কাপড় পরে দুর্গার পায়ে সিঁদুর মাখেন। এরপর নিজেদের মুখে মাখেন। তাদের স্বামীর দীর্ঘ জীবন ও সুখ-শান্তি কামনা করেন। এভাবে পালিত হয় তাঁদের সিঁদুর খেলা। আর এই খেলা হিন্দুধর্মাম্বলী নারীরা জীবন সঙ্গিনীর দীর্ঘ জীবন কামনা করে এই পূজা সম্পন্ন হয়।
উপজেলায় ৪৬টি পূজা অনুষ্টিত হয়। এ পূজা সন্ধ্যায় বড়াল নদ, পুকুর ও পদ্মায় বিসর্জন দেওয়া হবে।
মন্তব্য