বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

টাঙ্গাইল প্রতিনিধি:শেখ রুবেল, 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ৪০ জন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে টাঙ্গাইল থেকে আসছিলো একটি মাইক্রোবাস। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মাইক্রোবাসে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। একই সঙ্গে এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নিহতদের মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon