শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

ভারতে কাশির সিরাপে ৬৬ শিশুর মৃত্যু ডাব্লিউএইচও’র সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২

---
কাশির চারটি সিরাপের ক্ষেত্রে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ডাব্লিউএইচও আশঙ্কা করছে, গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর সঙ্গে ওই সিরাপগুলোর যোগসূত্র থাকতে পারে।

ডাব্লিউএইচও’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সিরাপগুলো সম্ভবত কিডনির ওপর তীব্র আঘাত করেছে এবং ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে এইসব সিরাপের সংশ্লিষ্টতা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে, সিরাপগুলো ভারতীয় কম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালস তৈরি করেছে। সিরাপগুলো নিরাপদ হওয়ার ব্যাপারে কম্পানিটি নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।এক টুইট বার্তায় ডাব্লিউএইচও প্রধান ওই সিরাপগুলোর ব্যাপারে সতর্ক করেছেন।

তিনি জানিয়েছেন, গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে এই ওষুধের যোগসূত্র পাওয়া গেছে। এই ওষুধ শিশুদের কিডনি বা বৃক্কে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। তাই চারটি ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। শিশু মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে। ভারতীয় যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের সঙ্গেও যোগাযোগ করছে ডাব্লিউএইচও। তবে এখন পর্যন্ত মেইডেন ফার্মাসিউটিক্যালস এ ব্যাপারে মন্তব্য করেনি। সতর্কবার্তা দিয়ে ডাব্লিউএইচও জানিয়েছে, ওই চারটি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে গবেষণাগারে। নমুনায় মিলেছে অতিরিক্ত পরিমাণে ডায়থিলিন গ্লাইকোল ও ইথাইলেন গ্লাইকোল। সূত্র: বিবিসি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon