ওপার বাংলার স্টার জলসা টিভির জনপ্রিয় সিরিয়াল ‘গুড্ডি’। গত বছরের শেষের দিকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়। প্রথম দিকে ধারাবাহিকটির গল্প ত্রিভুজ প্রেমের দিকে এগোলেও, এখন এতে ‘পরকীয়া’ দেখানো হচ্ছে বলে আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ। গল্পে যা দেখানো হচ্ছে, তা সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচলা শুরু করেছেন অনেকে। ‘গুড্ডি’ ধারাবাহিকটি পরিচালনা করছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং স্ক্রিপ্ট লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। মূল চরিত্রে রয়েছেন অনুজ (রণজয় বিষ্ণু), গুড্ডি (শ্যামৌপ্তি মুদলি), শিরিন (মধুরিমা বসাক)শুরু।
হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিকের গল্পে এখন দেখানো হচ্ছে- গুড্ডিকে ডিভোর্স দিয়ে শিরিনকে বিয়ে করেছে অনুজ। কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই শিরিনকে আর ভালো লাগছে না অনুজের। ফলে প্রথম স্ত্রী গুড্ডি যাকে সহ্য করতে পারতো না অনুজ, সেই তার কাছেই যাচ্ছে সে। বারবার গুড্ডিকে বলছে, ‘আমাকে একটা রাত দাও তোমার।’ এমনকি সর্বশেষ এপিসোডে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে এক বিছানায় রাত কাটাবে অনুজ-গুড্ডি। তাদের মধ্যে ঘনিষ্ঠতাও দেখানো হয়েছে। ফলে ‘পরকীয়ার প্রচার’ চলছে দাবি তুলে সোচ্চার হয়েছে দর্শকদের একটা বড় অংশ।
অনেকে এটাও বলছে যে, টিআরপি না থাকায় ‘রগরগে দৃশ্য’ দেখিয়ে দর্শক টানার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, ‘একটা সিরিয়াল হাজার হাজার মানুষ দেখে। সমাজের নানা স্তরের মানুষ থাকে তাতে, নানা বয়সের। কী বার্তা যাবে সবার কাছে!’ আরেকজন লিখেছেন, ‘যে বউকে বিয়ে করে তাকেই ভালো লাগে না, আসল চরিত্রহীন তো এখানে অনুজ। বারবার সাবেক স্ত্রীকে বলছে, আমার সঙ্গে রাত কাটাও।’ আরেকজন নেট নাগরিকের মন্তব্য, ‘স্ক্রিপ্ট রাইটারের মাথা থেকে কী এসব ছাড়া কিছুই বের হয় না!’
মন্তব্য