সিলেট সদর উপজেলা প্রতিনিধি: রফিকুল ইসলাম মামুন,
গ্যাসের অপচয় রোধ করতে আগামী বছর শেষ হওয়ার আগেই সিলেট মহানগরী ও সিলেট সদর উপজেলার ৫০ হাজার গ্রাহক পাচ্ছেন প্রিপেইড গ্যাস মিটার। সিলেটে প্রথমবারের মতো চালু করা হচ্ছে এ পদ্ধতি। এতে গ্যসের অপচয় রোধ হওয়ার পাশাপাশি অতিরিক্ত বিল দেয়া থেকে রেহাই পাবেন গ্রাহকরা- এমন মন্তব্য সংশ্লিষ্টদের।
জানা গেছে, গ্যাসের অপচয় রোধে সিলেট নগরীতে ৫০ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন- ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মিটারিং স্থাপনের কাজ শেষ হবে। প্রাথমিকভাবে তারা সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ও হাউজিং এস্টেট এলাকায় প্রিপেইড মিটার স্থাপন করবেন। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে এ দুটি স্থানে মিটার স্থাপন করা হবে। এ দুটি স্থানে পাইলটিংয়ের পর মহানগরীতে আগামী ফেব্রুয়ারি থেকে বৃহৎ আকারে মিটার স্থাপনের কাজে হাত দেওয়া হবে। ২০২৩ সাল শেষ হওয়ার আগেই এ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।…
মন্তব্য