যশোরের অভয়নগরে দিন কে দিন বেড়েই চলেছে ডেংগু রুগীর সংখ্যা। ফলে নওয়াপাড়া পৌরসভা সহ গোটা অভয়নগর উপজেলায় ডেংগু আতংক বিরাজ করছে।
৮ই অক্টোবর সর্বশেষ তথ্যমতে জানা যায় এখন পর্যন্ত প্রায় দুইশত রুগী ডেংগু রুগী সনাক্ত হয়েছে,। সনাক্তকৃত রুগীদের মধ্যে ৩৩ জন রুগী হাসপাতালে ভর্তি আছে,দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকী সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ওহিদুজ্জামান বলেন ” গত দুমাসে ডেংগু রুগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে ৮/১০ জন রুগী ভর্তি হচ্ছে।বেড,না পেয়ে অনেকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে।”
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের আশে পাশে ড্রেনের মধ্যে প্রচুর পরিমানে মশা সহ লার্ভা জন্ম নিচ্ছে, সে ব্যপারে কতৃপক্ষ উদাসীন।
উপজেলায় এডিস মশা নিধনের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর দাবী অবিলম্বে মশা নিধনের ব্যপারে যথাযথ কতৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন। নইলে ডেংগু রুগীর সংখ্যা আরো বেড়ে যাবে।
অভয়নগর প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টন
মন্তব্য