আবু ইসহাক অনিক,
ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ অনুষ্ঠিত হবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। যা দেশে তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে যেখানে এবারের আয়োজকের দায়িত্ব পালন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
এ অনুষ্ঠান কে কেন্দ্র করে “অনুসন্ধানী ও ফিচার রিপোর্ট রাইটিং এর উপর ” - ‘সেরা প্রতিবেদক’ পুরস্কার প্রদানের উদ্দ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশের যেকোন জাতীয় গণমাধ্যম (অনলাইন, প্রিন্ট,টেলিভিশন) এ প্রকাশিত প্রতিবেদনের উপর এ সম্মাননা প্রদান করা হবে।
মূলত দুটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
১. অনুসন্ধানী / অপরাধ / দুর্নীতি।
২. ফিচার প্রতিবেদন।
প্রতিটি ক্যাটগরিতে কমপক্ষে ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলি
ক) একজন কেবল একটি বিভাগের জন্যেই একটি প্রতিবেদন জমা দিতে পারবেন। (তবে ধারাবাহিক প্রতিবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)
খ) সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন হলে তারিখ, বার উল্লেখ করে প্রিন্ট পত্রিকার স্ক্যান কপিসহ অনলাইন লিংক প্রেরণ করতে হবে। এছাড়া অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে কেবল অনলাইন লিংক প্রেরণ করলেই চলবে।
গ) প্রতিবেদন নিজ নামে প্রকাশিত হতে হবে।
ঘ) ১ জানুয়ারি ২০২০ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ এর ভেতর প্রকাশিত হয়েছে এমন প্রতিবেদন জমা দেয়া যাবে।
ঙ) প্রতিবেদন আগামী ১৬ অক্টোবর ২০২২ রাত ১১ টার মধ্যে pressclubjkkniu@gmail.com এই ঠিকানায় ই-মেইল মাধ্যমে পাঠাতে হবে।
চ) প্রতিবেদনটির সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম থেকে নেয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
ছ) একটি আলাদা পৃষ্ঠায় প্রতিবেদকের নাম, মোবাইল নম্বর, ই-মেইল প্রেরণ করতে হবে। এছাড়া একটি পাসপোর্ট সাইজের ছবিও প্রেরণ করতে হবে ই-মেইলে।
জ) ই-মেইল এর সাবজেক্ট ঘরে লিখতে হবে (জার্নালিজম ফেস্ট রিপোর্ট অ্যাওয়ার্ড-২০২২ : অনুসন্ধানী/ফিচার)।
উল্লেখ্য, “সেরা প্রতিবেদক” নির্বাচন করার ক্ষেত্রে অভিজ্ঞ সাংবাদিক অথবা শিক্ষক দ্বারা যাচাই-বাছাই করে নির্বাচন করা হবে।
মন্তব্য