শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

নজরুল বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের অর্গানাইজিং বডি অনবোর্ডিং সম্পন্ন

ক্যাম্পাস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২

---
আবু ইসহাক অনিক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ অনক্যাম্পাস প্রোগ্রাম ২০২২-২৩ এর অর্গানাইজিং বডি অনবোর্ডিং প্রোগ্রামটি সম্পন্ন হয়ে গেল গতকাল(বুধবার), বিকাল ৪টা থেকে। অনবোর্ডিং প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাল্ট প্রাইজের সাথে এবছরের তরুন অর্গানাইজারদের যাত্রা শুরু হয়েছে। ৬ টি দলে বিভক্ত সম্পূর্ণ অর্গানাইজিং বডিতে মোট ২৮ জন অর্গানাইজার কে যুক্ত করা হয়েছে এবছর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যাবস্থাপনা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আরোও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ জাককানইবি ২০২১-২২ এর ক্যাম্পাস ডিরেক্টর এবং বর্তমান মেন্টর এম.এম. আবু হাইসাম হিমেল। এছাড়াও পুরো প্রোগ্রামটি জুড়ে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ জাককানইবি ২০২২-২৩ এর ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদ, তাহমিদুর রহমান পাভেল ( সহকারী ক্যাম্পাস ডিরেক্টর) , নিগার সুলতানা বৃষ্টি ( চিফ অফ স্টাফ) এবং হিমিকা আজিজ ( সহকারী অর্গানাইজার)।

প্রোগ্রামটিতে প্রত্যেকটি দলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ছাড়াও, তাদের বরণ করে নেওয়ার সাথে সাথে পরবর্তী সময়ের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপদেষ্টা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মেন্টর এম.এম. আবু হাইসাম হিমেল। মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হাল্ট প্রাইজের মাধ্যমে উঠে আসা সমস্যাগুলোর সমাধানের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সেগুলো সমাজের কতোটা প্রভাব বিস্তার করছে তা গুরুত্বপূর্ণ । পরবর্তীতে ক্যাম্পাস ডিরেক্টর, সহাকরী ক্যাম্পাস ডিরেক্টর, চিফ অফ স্টাফ, সহকারী অর্গানাইজার এবং টিম হেড দের বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় প্রোগ্রামটি সমাপ্ত হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon