শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২

---

জাকির হোসেন খানঃ (বরগুনা)পাথরঘাটা,

বরগুনার পাথরঘাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে। “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসটি পাথরঘাটা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প‍্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের সামনে এসে র‍্যালি শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্তরে পাথরঘাটা ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পাথরঘাটা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোখছেদুল আলম। ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সিদ্দিকুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনায় প্রকৌশলী জাহাঙ্গীর আলম।##

জাকির হোসেন খান

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon