শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

দিনে দুপুরে বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২

---
অমল তালুকদার, স্টাফ রিপোর্টাঃ

দিন-দুপুরে আপন চাচাতো ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গোলাম মোস্তফা খোকন।

শনিবার সকাল ১০ টার সময় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এঘটনায় মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

এর আগে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় কাঠালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল্লাহ একই এলাকার আনোয়ার হোসেন বাদশার ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

গোলাম মোস্তফা খোকন জানান, দুপুরে কাঠালতলী ইউনিয়ন পরিষদের সামনে তার নিজের দোকান থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে তার গাড়ি থামিয়ে গালাগালি শুরু করে আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহকে শান্ত হতে বললে উল্টো অকথ্য ভাষায় গালাগাল দিয়ে প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে এবং তার মায়ের কাছে খোকনকে ক্ষমা চাইতে বলে। যদি ক্ষমা না যাওয়া হয় তাহলে গুলি করে মেরে ফেলবে বলেও হুমকি দেন। বর্তমানে খোকনসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আব্দুল্লাহকে সে ব্যক্তিগতভাবে চিনেন না, তবে তার নামে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে এমন একটি অভিযোগ এসেছে। যদি ঘটনা সত্য হয় তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

অভিযুক্ত আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি পিস্তলের বিষয়টি অস্বীকার করে বলেন, খোকনের সাথে তাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। তাই আমাকে ফাসানোর জন্য এ পরিকল্পনা করছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon