জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আজ দুপুর ১২টার পর থেকে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়ে দেশের গুচ্ছভুক্ত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ১১:৫৯ পর্যন্ত।
ওয়েবসাইটে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। তাই গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২২’র উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইট অনলাইনে আবেদন পদ্ধতি ও বিভিন্ন অনুষদ ও বিভাগসমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবেন।
এছাড়া admission.bu.ac.bd ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবে। এক বা একাধিক ইউনিটে আবেদন এর জন্য ৫০০ টাকা বশেমুরবিপ্রবি ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে। তবে আর্কিটেকচার বিভাগে আবেদনকারীকে ড্রয়িং পরীক্ষার জন্য অতিরিক্ত ৩০০ টাকা জমা দিতে হবে।
উল্লেখ্য, গতবছরের ন্যায় এবারও আসন সংখ্যা ১৫০৫ রাখা হয়েছে।
মন্তব্য