শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

মিয়ানমারের ইনসেইন কারাগারে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২

---
মিয়ানমারের ইয়াঙ্গনে কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে। স্থানীয়রা বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছে, গতকাল বুধবার সকালে কারাগারের প্রবেশপথে দুটো পার্সেল বোমা বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিন কর্মী এবং পাঁচ দর্শণার্থী নিহত হন। ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। সেখানে আছে প্রায় ১০ হাজার বন্দি। এদের বেশিরভাগই রাজনৈতিক বন্দি। কারাগারে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলায় আরও ১৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্তৃপক্ষ বলছে, বোমা দুটো কারাগারের পোস্ট রুমে বিস্ফোরিত হয়েছে। আরও একটি বোমা বিস্ফোরিত হয়নি। সেটি পরে একটি প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। নিহত পাঁচজন দর্শণার্থীই নারী। তারা বন্দিদের স্বজন ছিল বলে নিশ্চিত করে জানিয়েছে কর্তৃপক্ষ। একজন নারী ছিলেন গত জুনে মিয়ানমারের সামরিক জান্তার হাতে গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা কো জেমস এর মা। তিনি তার ছেলের জন্য খাবার নিয়ে কারাগারে গিয়েছিলেন।

মিয়ানমারে গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় সু চিসহ দেশটির রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বহু মানুষকে। তারপর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভ-আন্দোলনে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। সেনাবাহিনীও ব্যাপক দমনপীড়ন চালিয়ে আসছে। এ পরিস্থিতির মধ্যে ইয়াঙ্গনে প্রায় ঘন ঘনই বোমা হামলা হামলা হচ্ছে। যদিও সেগুলোর বেশির ভাগই ছোটখাট হামলা।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon