শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

JK0007
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২

---
চট্টগ্রাম: মুবিন বিন সোলাইমান, 

রাঙ্গুনিয়া উপজেলার “উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ” কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২০২২ এর বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী ২০২১ এর সংবর্ধনা অনুষ্ঠান কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

গত (শনিবার) ২২ শে অক্টোবর ২০২২ ইংরেজি তারিখে দুপুরে বারোটার সময় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।

বিদায়ের বেদনা বেষ্টিত অনুষ্ঠানটি পরিণত হয় প্রবীন ও সদ্য বিদায়ী শিক্ষার্থীদের এক মিলন মেলায়।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যাপক আশরাফ উল্লাহ সঞ্চালনায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট নিখিল কুমার নাথ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা কারাগারের কারা পরিদর্শক ও চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাহাবুবুল কবীর জাহেদী, উপঅধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, কুতুবউদ্দিন, অধ্যাপিকা হাফেজা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। পড়াশোনায় আরো অধ্যয়ন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।

শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন দিক পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট নিখিল কুমার নাথ।

তিনি আরো বলেন, “আমি এই কলেজেরই ছাত্র ছিলাম, এবং আজ আমি এই অবস্থানে এসে দেশের সেবা করার পিছনে এই কলেজে অবদান অন্যতম এতে কলেজের মর্যাদা রাখার তাৎপর্য বহন করে।

তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন “শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নাজমা আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আসমা লাইলা ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে উম্মে সালমা নাদিয়া বক্তব্য রাখেন।

কলেজ হতে A+ প্রাপ্ত ৭ জন ২০২১ এর কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করে সম্মাননা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon