চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে অপ্রত্যাশীতভাবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের সমাপ্তি অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ওই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে বসা জিনতাওকে দুজন লোক এসে পাহারা দিয়ে সরিয়ে নিয়ে যায়, গণমাধ্যমে আসা একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
বর্তমান প্রেসিডেন্ট জিনপিংয়ের আগে চীনের প্রেসিডেন্ট ছিলেন জিনতাও (৭৯)। কংগ্রেসে উপস্থিত বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, দুজন কর্মকর্তা এসে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের মূল অডিটোরিয়ামের মঞ্চ থেকে জিনতাওকে সরিয়ে নিয়ে যান। গত রোববার পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন হু জিনতাও। সেদিনও তাকে কিছুটা অস্থির দেখাচ্ছিল।
প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত এ কংগ্রেস পার্টির সংবিধান সংশোধনীর মাধ্যমে শেষ হয়েছে। ওই সংশোধনীতে পার্টিতে শি-র মূল মর্যাদা অক্ষুণ্ন এবং রাজনৈতিক চিন্তাকে পার্টির পথপ্রদর্শকের ভূমিকায় রাখা হয়েছে।
মন্তব্য