অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে বাংলাদেশ। হোবার্টের বেলেরিভ ওভালে সুপার টুয়েলভের এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে চাপে আছে টাইগাররা। ৭৬ রানেই হারিয়েছে ৫ উইকেট।
নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান, লিটন দাসরা।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১২ ওভারে ৫ উইকেটে ৭৯ রান। আফিফ হোসেন ১০ বলে ১২ ও নুরুল হাসান সোহান ৩ বলে ১ রানে ব্যাট করছেন।
উদ্বোধনী জুটিতে ৩১ বলে ৪৩ রান এনে দেন সৌম্য ও শান্ত। ১৪ বলে ১৪ রান করে পল ফন মিকেরেনের শিকার হন সৌম্য। ২০ বলে ২৫ রান করে আউট হয়েছেন শান্ত। এরপর সাকিব ৭, লিটন ৯ ও ইয়াসির আলী রাব্বি ৩ রানে করে সাজঘরে ফিরেছেন।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ,ফ্রেড ক্লাসেন ও পল ফন মিকেরেন।
মন্তব্য