শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

পুলিশ সুপার কানাই লাল সরকার কর্তৃক শিল্প সংক্রান্ত মামলার ঘটনাস্থল পরিদর্শন

JK0007
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২

---

ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার,

আজ ২৪ অক্টোবর সোমবার সাড় ১২ সময় পুলিশ সুপার কানাই লাল সরকার মহোদয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা-অত্র ইউনিটের আওতাভুক্ত খুলনা জেলার দিঘলিয়া থানাধীন “সাগর জুট স্পিনিং মিলস্ লিঃ” পরিদর্শন করেন।
এসময় তিনি, উক্ত কারখানার পাম্প চুরির ঘটনার গত মে মাসে ১২ তারিখ প্রেক্ষিতে দায়েরকৃত মামলার (দিঘলিয়া থানার মামলা নং-০৬/৫৯, ধারা-৩৮০/৪৬১ পেনাল কোড) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, শিল্প সংক্রান্ত সকল মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে আই পি-৬, খুলনা বদ্ধপরিকর। তিনি শিল্প কারখানার কর্মপরিবেশ ও উৎপাদন কার্যক্রম সমুন্নত রাখতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে মর্মে জানান। এছাড়াও তিনি, শিল্প প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা সমাধানের জন্য মালিক-শ্রমিকের সহায়তা কামনা করেন। তিনি শ্রমিকের বেতন ভাতা যথাসমেয়ে পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
কারখানা ও মামলার ঘটনাস্থল পরিদর্শন কালে রবিউল ইসলাম (উপ-ব্যবস্থাপক, প্রশাসন), সহকারী পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঁইয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আবু রায়হান নুর ও কারখানার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon