বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
 

সিত্রাং এর প্রভাবে পাথরঘাটায় দুই দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বসত ঘর ও গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি

JK0007
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২

---

পাথরঘাটা প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় সাতটি ইউনিয়নের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে ১৭ ঘন্টা ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে আছে উপজেলার বেশির ভাগ এলাকা। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করতে কাজ শুরু করছে যাচ্ছে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতি।

যোগাযোগ করে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বাতাসে গতকাল সোমবার উপজেলার পাথরঘাটা সড়কে চাম্বলগাছ,রেন্ডিও বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে খুঁটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে পাথরঘাটায় যান চলাচল বিঘ্ন ঘটছে । এ ছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। তাই ওই এলাকাগুলোতে বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে। তবে ভেঙে যাওয়া গাছ ও খুঁটি অপসারণের কাজ চলছে। গত দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে পাথরঘাটার মানুষ।

পিরোজপুর পল্লী বিদ্যুত অফিসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাংয়ের তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুতের তারে পড়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। এ জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে আমরা অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলার যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে। এ ছাড়া যেসব স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ওই গাছ অপসারণের কাজ চলছে,,,

উল্লেখ্য যে পাথরঘাটা উপজেলা সিত্রাং এর আঘাতে এখানে বহু জায়গার গাছপালা ঘরবাড়ি তছনছ করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon