শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

অবিলম্বে ইউক্রেনে অবস্থানরত ভারতীয়দের নিজ দেশে ফেরার পরামর্শ

JK0007
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২

---
বিলম্বে ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। এছাড়াও যেকোনো ধরনের সহায়তার জন্য এবং সীমান্তে আসার জন্য যোগাযোগ নম্বর দিয়েছে নয়াদিল্লি।
‘যেভাবেই হোক’ ভারতীয়দের ইউক্রেন ছাড়তে এক সপ্তাহের মধ্যে গতকাল মঙ্গলবার দ্বিতীয়বার মতো এ পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

এর আগে গত ১৯ অক্টোবর নয়াদিল্লি ভারতীয় নাগরিকদের সতর্ক করেছিল। ইউক্রেনের পরিস্থিতি আরও সংকটজনক হওয়ার জেরে শিক্ষার্থী এবং নাগরিকদের দেশে ফেরত আসার বার্তা দেয় নয়াদিল্লি।
নতুন পরামর্শে ভারত সরকার জানিয়েছে, গত ১৯ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী ভারতীয় সব নাগরিককে অবিলম্বে ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যেভাবে হোক ইউক্রেন ছাড়ুন।

যেকোনো ধরনের সহায়তার জন্য এবং সীমান্তে আসার জন্য যোগাযোগ নম্বর দিয়েছে নয়াদিল্লি। +380933559958, +380635917881, +380678745945 এই নম্বরে ফোন করে সহায়তা পাওয়া যাবে। সীমান্ত পার করার জন্য ভারতীয় দূতাবাসে ফোন করে সাহায্য চাওয়া যাবে। মঙ্গলবার কিয়েভে ভারতীয় দূতাবাস এই যোগাযোগ নম্বর প্রকাশ করেছে।

এর আগে ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অধিভুক্ত করার পর সেখানে মার্শাল ল’ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল মোদি সরকার।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon