নেত্রকোণা প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী সারাদেশের ন্যায় নেত্রকোণা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ্ তুহিন বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় আনসার ভিডিপির সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ ও জেলা কার্যালয়ে চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুস সামাদ সহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারী, দলনেতা-দলনেত্রী ও সদস্যবৃন্দ।
মন্তব্য