সুপার টুয়েলভের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৫৬ রানের বড় ব্যবধানে হারায় ভারত। পরপর দুই জয়ে সেমিফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল কোহলি রোহিতরা।
টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডশের বিপক্ষে খেলতে নামে ভারত। যেখানে আগে ব্যাট করে রোহিত-কোহলির ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দুই উইকেটে ১৭৯ রান।
জবাবে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১২৩ রান করতে সমর্থ হয় নেদারল্যান্ডস। ভারত ৫৬ রানের বড় জয় তুলে নেয়।
বৃহস্পতিবার সিডনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলেও রিভিউ না নেয়ায় ৯ রানেই সাজঘরে ফেরেন লোকেশ রাহুল।
শুরুর ধাক্কা সামলে ৭৩ রানের জুটি গড়েন রোহিত ও বিরাট কোহলি। ৫৩ রান করে রোহিত আউট হলে ভাঙে এ জুটি। কিছুক্ষণ পর ফিফটির দেখা পান ফর্মে ফেরা কোহলিও।
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন সূর্যকুমার যাদব। তিনি ৫১ ও কোহলি ৬২ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের হয়ে একটি করে উইকেট শিকার করেন ফ্রেড ক্লাসেন ও পল মিকেরেন।
মন্তব্য