শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

ক্ষমা চাইলেন আতলেতিকোর গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২

---
বায়ার লেভারকুজেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। তাতে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ইউরোপ সেরার মঞ্চে এমন হতশ্রী পারফরম্যান্স করে ছিটকে যাওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দলটির গোলরক্ষক ইয়ান ওবলাক। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে ‘বি’ গ্রুপে আতলেতিকো ও লেভারকুজেনের ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মাদ্রিদের ক্লাবটির সামনে।

দুবার পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয়ের দারুণ সম্ভাবনাও জাগিয়েছিল আতলেতিকো। কিন্তু ৯৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইয়ানিক কারাসকো। তার স্পট কিক লেভারকুজেন গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বলে সাউল নিগেসের হেড লাগে ক্রসবারে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ক্লাব ব্রুজ এই গ্রুপ থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। দুইয়ে থাকা পোর্তোর পয়েন্ট ৯। ৫ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে তৃতীয় স্থানে। ম্যাচের পর মুভিস্টার প্লাসের সঙ্গে আলাপচারিতায় ওবলাকের কণ্ঠে ঝরে পড়ল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার হতাশা। তার মতে, গ্রুপে নিজেদের আগের ম্যাচগুলোতে ভালো না খেলার মাশুল দিতে হলো দলকে। “এভাবে (গ্রুপ পর্ব থেকে বাদ পড়া) খুবই নির্মম। তবে এটাই ফুটবল।

আমরা জয়ের জন্য সবকিছু করেছি, কিন্তু আগের ম্যাচগুলোর জন্য আমাদের শাস্তি পেতে হয়েছে। একটু ভাগ্যের সহায়তা প্রয়োজন ছিল, আমরা সেটাও পাইনি।” “ভক্তরা যে সমর্থন দিয়েছে, সেজন্য আমরা কেবল হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাতে পারি। তাদের অনেক বেশি প্রাপ্য। দল খুবই হতাশ। দায় পুরো দলের। আর শুধু এই ম্যাচের জন্য নয়, আগের ম্যাচগুলোতে দল ভুল করেছে। এটা হতাশার যে আমরা চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারছি না।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon