শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

আদালতের রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-১১ কতৃক ধর্ষণ ও হত্যা মামলার আসামী গ্রেফতার

JK0007
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২

---

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ,

২০১০ সালের ১লা জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং গলায় রুমাল পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে আসামি নবী হোসেন। নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো আসামী নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। মামলা হওয়ার পর হতেই আসামী নবী হোসেন দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল। গত ২৭/১০/২০২২ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আসামী নবী হোসেনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।

২৮ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দে বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানাধীন বগাদী এলাকায় র‍্যাব-১১ একটি টিম অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী নবী হোসেন (৩৭), পিতা- জায়েদ আলী, সাং- বগাদী, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ণগঞ্জ’কে বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় প্রদানের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব- ১১। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আড়াই হাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায় বাংলাদেশকে একটি শান্তিময় দেশ গরার লক্ষ্যে আমাদের অভিযান সবসময় চলবে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon