শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

গুচ্ছে বশেমুরবিপ্রবি’তে আসন প্রতি লড়বে ১৯ জন

ক্যাম্পাস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২

---

মোঃফজলে রাব্বিঃ বশেমুরবিপ্রবি প্রতিনিধি,

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন ইউনিটে ১৫০৫ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৮ হাজার ৪৬ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বে ১৯ জন শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের এই আবেদনের সুযোগ ছিল। আবেদনের সময়সীমা শেষ হওয়ায় এই সংখ্যা পরিবর্তনের কোন সুযোগ থাকছেনা।

শুক্রবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২১-২২ শিক্ষাবর্ষে বশেমুরবিপ্রবিতে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে। যার মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও জীব বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এ ইউনিটে ১৮১০৮ জন,বি ইউনিটে৭২১২ জন এবং সি ইউনিটে ২৭২৬ জন।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়। যার সময়সীমা ছিল ২৭ অক্টোবর পর্যন্ত।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon