শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

খুলনায় চাঞ্চল্যকর “আছাবুর শেখ” হত্যা মামলার মূলহোতাসহ ০২ জন গ্রেফতার

JK0007
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২

---

ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার,

খুলনা জেলার দিঘলিয়া থানাধীন হাজীগ্রাম এলাকার ভিকটিম আছাবুর শেখ এবং আসামীদের মধ্যে জমিজমার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের হিসেবে গত ২৭ অক্টোবর সকাল আনুমানিক ৭ সময় কথাকাটাকাটির হয় একপর্যায়ে আসামী মোঃ কালু শেখ ও মোঃ কামাল শেখসহ অন্যান্য আসামীরা ভিকটিম আছাবুর শেখকে চাইানিজ কুড়াল দিয়ে আঘাত করে। ফলে ভিকটিম গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে ভিকটিমের ছেলে বাদী হয়ে খুলনা জেলার দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় আজ ২৯ অক্টোবর র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর “আছাবুর শেখ” হত্যা মামলার পলাতক আসামীরা খুলনা সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১ সময় খুলনা সদর থানাধীন মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে “আছাবুর শেখ” হত্যা মামলার আাসমী ১। মোঃ কালু শেখ (২৬) ও ২। মোঃ কামাল শেখ(৩২), উভয় থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে খুলনা জেলার দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon