ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার,
আজ ৩০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম এঁর সভাপতিত্বে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে বিজ্ঞ আদালতে শতভাগ সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন মামলা, মাদক মামলা ও অস্ত্র মামলার তদারকি এবং জঙ্গি সংক্রান্ত বিচারাধীন মামলার বিচারকার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মনিটরিং সেলের সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় সকল জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসারদেরকে ন্যায়বিচার নিশ্চিতকরণে নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে মামলার তদন্ত সমাপ্ত করে দ্রুত পুলিশ রিপোর্ট দাখিল করাসহ দীর্ঘদিন যাবৎ মুলতবীকৃত মামলাসমূহের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মনিটরিং সেলের সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ; কেএমপি’র জোনাল ও সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; অফিসার ইনচার্জবৃন্দ এবং মামলা তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য