নাটোরের লালপুরে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলাতানার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকার, মুক্তিযোদ্ধা শামসুল হক, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ রায়হান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা-বিক্রেতাকে সচেতন হতে হবে। কোনো পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোনো ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ জেড সুজন মাহমুদ
লালপুর (নাটোর) প্রতিনিধি
মন্তব্য