ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার,
আজ ৩১ অক্টোবর দুপুর ১২সময় কেএমপি’র হেডকোয়ার্টার্সের নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় গত ২৮ অক্টোবর খুলনা থানা পুলিশ কর্তৃক ০২ রি অস্ত্র ও গুলি’র খোসাসহ আসামী গ্রেফতার এবং ডিবি পুলিশের টিম কর্তৃক কার্তুজ উদ্ধার, জাল টাকা এবং জাল নোট তৈরীর সরঞ্জামাদি সহ আসামী গ্রেফতার ও প্রতারক চক্র গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ পুলিশ কমিশনার নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এস.এম বায়জীদ ইবনে আকবর এবং পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য