ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার,
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ‘ইলা অটো রাইচ মিলস্’ পদ্মবিলা, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর হতে তেল চুরির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সাবজোন-০২ এর মোবাইল টিম ঘটনাস্থলে যান। গিয়ে ফ্যাক্টরীর সিসি ক্যামেরা পর্যালোচনা করেন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বাদীর শনাক্তমতে তাৎক্ষনিক অভিযানের ভিত্তিতে ট্রাক হতে তেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করিয়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করিলে তেল চুরির ঘটনা স্বীকার করেন। আটককৃত ১। জনি মোল্লা (১৯), পিতা-শামসুল, সাং- পদ্মবিলা, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর এবং ২। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম ও ছবি প্রকাশ করা হলো না। উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র ফ্যাক্টরীর সহকারী ইনচার্জ মোঃ ইসলাম বিশ্বাস (৫০) আটককৃত আসামী সহ থানায় হাজির হইয়া কোতয়ালী মডেল থানায় এজাহারনামীয় ০৪ (চার) জন যথাক্রমে ১। জনি মোল্লা (১৯), পিতা-শামসুল ২। সাকিল (১৯), পিতা- মোস্তফা লস্কর, সর্ব সাং- পদ্মবিলা ৩। অপ্রাপ্ত বয়স্ক, ৪। ইব্রাহিম (২০), পিতা- অজ্ঞাত, সাং- রুপদিয়া, সর্ব থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর সহ অজ্ঞাতানামা ৫/৬ জনকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। যাহা কোতয়ালী মডেল থানার মামলা নম্বর ১২২/১১১৫, তারিখ-৩১/১০/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড-১৮৬০। আই.পি-৬, খুলনা অত্র ইউনিটের আওতাধীন শিল্পএলাকার শিল্প সংক্রান্ত সকল মামলা তদন্ত করে থাকেন। এর’ই ধারাবাহিকতায় সুযোগ্য পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে ইনচার্জ সাবজোন-০২ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ অলোক রায় এর উপর উক্ত মামলার তদন্তভার অর্পন করেন। অত্র মামলার অন্যান্য আসামী গ্রেফতারের চেষ্টা সহ আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।
মন্তব্য