ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার,
এরই ধারাবাহিকতায় আজ ৩১ অক্টোবর র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ফরিদপুর জেলার মধুখালী হতে মোটর সাইকেলযোগে মাগুরা জেলার উদ্দেশ্যে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ৫ টায় সময় মাগুরা জেলার শ্রীপুর থানার ওয়াপদা এলাকায় চেকপোষ্ট স্থাপন করে একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে। তখন মোটর সাইকেলে থাকা আসামী ১। শহিদুল ইসলাম জনি(৩৮), থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫১৫ (পাঁচশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্থান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য