শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

পাথরঘাটায় হাত-পা মুখ বাঁধা অবস্থায় গ্যারেজ মালিককে ধান ক্ষেত থেকে উদ্ধার

JK0007
প্রকাশ: ২ নভেম্বর ২০২২

---

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি,

হাত-পা ও মুখ বাধা অবস্থায় বরগুনার পাথরঘাটা নিজলাঠিমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে ইউনুস সর্দার (৪৫) নামক এক মটরগ্যারেজ মালিককে উদ্ধার করেছে এলাকার লোকজন।

ইউনুস সর্দার পাথরঘাটা সদর ইউনিয়নের
নিজ লাঠিমারা গ্রামের ২ নং ওয়ার্ডের আরশেদ আলী সর্দারের ছেলে।

ইউনুস এর পারিবার সূত্রে জানা গেছে , অজ্ঞাত কিছু লোক মঙ্গলাবার রাত আনুমানিক সোয়া ১১ টার সময় বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নিয়ে বাড়ির কিছু দুরে ধান ক্ষেতে রশি দিয়ে হাত পা ও মুখ বেঁধে বেধরক মারধর করে। পরে ২ নভেম্বর বুধবার সকাল ১০ টার দিকে এলাকার লোকজন তাকে ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করে। এসময় তার বাড়ির লোকজনকে খবর দিযে এনে তাৎক্ষণিক ভিকটিমকে পাথরঘাটা হাসপাতালে আনা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেন।

এর ৩/৪ দিন আগে ভিকটিমের অটোরিক্সার ব্যাটারি চুরি হয়। সেই চুরি যাওয়া ব্যাটারির বিষয় আজকে বিচার শালিশ হওয়ার কথা ছিলো এবং ইউনুচের মোবাইল ফোনে তার সেই চুরি যাওয়া ব্যাটারির বিষয়ে প্রমান স্বরুপ কিছু কল রেকর্ড ছিলো বলে জানান তার স্ত্রী রুবিনা। তিনি আরো জানান, অভিযুক্তরা তার সেই ফোন ও সাথে থাকা নগদ ৫/৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভিকটিম সবার মুখ বাঁধা থাকায় সে কাউকে চিনতে পারেনি। তবে সন্দেহ করছেন কয়েক জনকে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon