অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। গতকাল গ্রুপ-২এ নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডস ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই হারে বিশ^কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। ৪ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে জিম্বাবুয়ে। সমান ৩টি করে ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ পয়েন্ট। ভারত-বাংলাদেশের ৪ করে পয়েন্ট। পাকিস্তান-নেদারল্যান্ডসের পয়েন্ট সমান ২ করে। এক ম্যাচ কম খেলেছে পাকিস্তান। অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। পাওয়ার-প্লেতে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওয়েসলি মাধভেরে ১, অধিনায়ক ক্রেইগ আরভিন ৩ ও রেগিস চাকাভা ৫ রান করে ফিরেন। চতুর্থ উইকেটে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা। ২৩ বলে ২৮ রান করে উইলিয়ামস আউট হলে ভাঙ্গে জুটি। দলীয় ৬৮ রানে উইলিয়ামসের আউটের পর জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে ধ্বস নামে। ১৯ দশমিক ২ ওভারে ১১৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
এই ইনিংসে ডট বল ছিলো ৬৬টি। ৩টি করে চার-ছয়ে ২৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রাজা। নেদারল্যান্ডসের পল ভ্যান মিকেরেন ২৯ রানে ৩ উইকেট নেন। ১১৮ রানের সহজ টার্গেটে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে ৫৭ বলে ৭৩ রান যোগ করে দলের জয়ের পথ মসৃণ করেন ম্যাক্স ও’দাউদ ও টম কুপার। কুপার ৩২ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে আউট হন ও’দাউদ। পরের দিকে ১২ বলে ১২ রান করে ১৮ ওভারেই নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন বাস ডি লিডে। ম্যাচ সেরা হন ও’দাউদ। আগামী ৬ নভেম্বর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। একই দিন ভারতের বিপক্ষে লড়বে জিম্বাবুয়ে।
মন্তব্য