কয়রা খুলনা প্রতিনিধি,
খুলনা জেলা যুবলীগের প্রভাবশালী নেতা জেলা পরিষদের বারবার নির্বাচিত সদস্য সাবেক প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ বলেছেন ৭১ ও ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে, তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি দক্ষিণবঙ্গের বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে একত্রিত হয়ে নীল নকশা কারীদের প্রতি সজাগ থেকে তাদের বিরুদ্ধে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। আগামী ১১ ই নভেম্বর ঢাকার সোরয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহাসাবেশ সফল করতে দুই নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল উদ্দীনের দিকনির্দেশনায় সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ জনপদের সকল নেতাকর্মীকে সমাবেশের স্থলে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে ও ইখতিয়ার উদ্দিন হিরোর সঞ্চালনায়, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম,সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহউদ্দিন মাসুম, যুবলীগ নেতা এ্যাডভোকেট আরাফাত হোসেন, এ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, সরকারি সুন্দরবন কলেজের ভিপি সুমন আহমেদ, খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সুমন, আবু দাউদ রনি, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকী হান্নান, আলামিন হোসেন খোকন, আক্তারুল ইসলাম, বাইজিদ হোসেন, পঙ্কজ, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, আশরাফুল ইসলাম লিটন, রহমত উল্লাহ উজ্জল, তরিকুল ইসলাম প্রমূখ।
মন্তব্য