মনোয়ার হোসেনঃ নালিতাবাড়ী ,
মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে সাজানো হৃদয়ে একাত্তর উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। আজ বিকেলে উপজেলা পরিষদের পুকুরের উপর নান্দনিকভাবে তৈরি এ স্থাপনাটি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বকুল, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছবি, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন বই, ভাষা আন্দোলনের ছবি এবং বইসহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে ‘হৃদয়ে একাত্তরে’। টিআর ও জেলা প্রশাসনের ফান্ড থেকে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে এ স্থাপনাটি নির্মাণ করায় বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।
মন্তব্য