শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

জবি ছাত্রলীগের কমিটি পুনঃবহাল, ক্যাম্পাসে আনন্দ মিছিল

JK0007
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২

---

জবি প্রতিনিধি,

চার মাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনঃবহাল করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে এবছরের পহেলা জুলাই কমিটি ঘোষনার ছয় মাসের মাথায় কোন কারণ উল্লেখ না করে কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

উল্লেখ্য, এবছরের পহেলা জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি দেয়া হয়।

এদিকে কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার ঘোষণার সাথে সাথে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সাকেরুল ইসলাম

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon