ঘরে অসুস্থ স্বামী। একদিকে তার চিকিৎসার খরচ, অন্যদিকে সংসারের খরচ। তাই সংসারের হাল ধরতে শুরু করেন কৃষি কাজ। জমি বর্গা নিয়ে তাতে সবজি চাষের জন্য ঋণ নেন হালিমা খাতুন। চাষ করেন বেগুন ও শিম।
কিন্তু তার সেই চাষের সব সবজি গাছ কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক হালিমা খাতুনের অভিযোগ, দেড়মাস আগে পাশের বাড়ির দুইজনের সঙ্গে তার ঝগড়া হয়। সেদিন রাতেই হালিমার চাষ করা লাউ গাছগুলো কেটে দেয় তারা।
হালিমা বলেন, ‘গত শুক্রবার ফের গাছের পাতা কুড়ানো নিয়ে তাদের সঙ্গে আমার ঝগড়া হয়। ঝগড়ার রাতেই তারা আবার জমির বেগুন গাছগুলো কেটে দেয়। এর প্রতিবাদ করে অন্য প্রতিবেশীদের বেগুন গাছ কাটার ঘটনা জানালে পরের রাতে তারা জমির সব শিম গাছ কেটে দেয়।’
হালিমা খাতুন বলেন, ‘তারা পাঁচবার আমার জমির ফসল নষ্ট করেছে। চাষ করার পর আমি মাত্র একবার ফসল বিক্রি করতে পেরেছি। এত টাকার ক্ষতি কীভাবে পূরণ করব, আমি জানি না।’
হালিমা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, ‘খবর শুনে আমরাহালিমা খাতুনের বাড়ি গিয়েছি। হালিমা খুবই দরিদ্র কৃষক। হিসাব করে দেখেছি, তার প্রায় ৬০ হাজার টাকার বেশি ফসল নষ্ট হয়েছে। তিনি বর্গা নিয়ে জমিটা চাষ করেছেন। এভাবে যে ক্ষতি করেছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া দরকার। আমরা দেখছি কোনো প্রকল্পের আওতায় এনে তাকে সহযোগিতা করা যায় কিনা।’
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
মঈন নাসের খাঁন (রাফি)
কুমিল্লা জেলা প্রতিনিধি
মন্তব্য