ফরিদপুর জেলা প্রতিনিধ ,
২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বকাপ শুরুর দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। অধীর অপেক্ষায় দিন গুনছেন ফুটবলপ্রেমীরা। নিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের প্রস্তুতিও। প্রিয় দলের পতাকা ও জার্সি সংগ্রহ করছেন অনেকে।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর শহরসহ আশপাশের উপজেলায় বিশ্বকাপের অংশ নেওয়া বিভিন্ন দলের পতাকা বিক্রি হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীরা শহরের অলিতে গলিতে ফেরি করে পতাকা বিক্রি করছেন। আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক বেশি থাকায় এ দুই দেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও জার্মানি, ফ্রান্স, ইতালি ও পর্তুগালের পতাকা ও জার্সি বিক্রি হচ্ছে সমান তালে।
পতাকা বিক্রেতা রুহুল আমীন জানান, বিশ্বকাপ শুরুর আগে ফেরি করে পতাকা বিক্রি করি। কয়েক দিন আগে বিক্রি কম ছিল। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে আর বিক্রি তত বাড়ছে। আমি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। প্রকারভেদে প্রতিটি পতাকা ৮০-১৬০ টাকা পর্যন্ত বিক্রি করছি।
শহিদুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী জানান, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রি করি। অন্যান্য বছরের চেয়ে এবছর বিক্রি কিছুটা কম। তবে কয়েক দিন পরে হয়তো বেড়ে যাবে।
বাংলাদেশের পতাকা ৩০-১০০ টাকায়, ব্রাজিলে পতাকা ১৩০-১৬০ টাকায়, আর্জেন্টিনার পতাকা ১৫০-১৭০ টাকায়, জার্মানির পতাকা ১০০-১৩০ টাকা, স্পেনের পতাকা ১৪০ টাকা ও পর্তুগালের পতাকা ১০০ টাকায় বিক্রি করছি।
শহরের শারদা সুন্দরী মহিলা কলেজ রোডের ব্যবসায়ী অনিক মাহমুদ বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দলের জার্সি বিক্রি বেড়েছে। বিভিন্ন বয়সী মানুষ আসছেন জার্সি কিনতে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকরা বেশি কিনছেন। আমাদের দোকানে বাংলাদেশ, আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল ও স্পেনের জার্সি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির জার্সি। প্রতিটি জার্সি কাপড় ভেদে ১০০-৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মন্তব্য