শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

চরভদ্রাসন পদ্মা নদীতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

JK0007
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২

---
ফরিদপুর জেলা প্রতিনিধ -

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার সদর ইউনিয়নে পানিতে ডুবে সামবির সিকদার নামে (৬) বছর বয়সী এক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে দেড়টার দিকে ওই ইউনিয়নের এমপি ডাংগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে শিশুটি মারা যায়।

সামবির ওই গ্রামের বাসিন্দা সুরুজ শিকদারের ছেলে ও তিন ভাইয়ের মধ্যে সামবির দ্বিতীয়। শিশুটির পরিবারের বরাত দিয়ে তার সম্পর্কে (দাদা) হায়দার সিকদার জানায়, নদী ভাঙনের পর তাদের নদীর তীরবর্তী জমিতে শিশুটির পিতা পরিবার নিয়ে প্রায় ১৫ বছর ধরে বসবাস করে আসছেন।

ঘটনার আধাঘন্টা পূর্বে শিশুটির বাবা ছেলেকে গোসল করিয়ে বাড়িতে রেখে আসে। কিছু সময় পরে আব্দুর রশিদ নামে স্থানীয় এক রিক্সা চালক শিশুটিকে পানিতে হাত নারতে দেখেন। পরে সে ও শিশুটির পিতা স্থানীয়দের সহায়তায় পানিতে নেমে সামবিরকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিক্ষা নিরিক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক নাহীদ বাদশা শিশুটিকে মৃত ঘোষনা করেন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon