বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
 

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী ইমনের মৃত্যুতে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ

JK0007
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২

---

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের ইসমাইল ইমন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

আন্দোনকারী শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বলা হয়, সাকুরা বাস কর্তৃপক্ষকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। চিকিৎসার গাফিলতির কারণ তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। সাকুরা বাসের রুট পারমিট সাময়িকভাবে বাতিল করতে হবে। প্রত্যেক বাসকে জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় এনে অতিরিক্ত গতির জন্য স্বয়ংক্রিকরণ ব্যবস্থা করতে হবে। স্পিডলক ব্যবস্থা কার্যকর করতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমন গত শনিবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন৷ এ সময় মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়৷ চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১২টায় মারা যান তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon