বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

লালপুরে বাস যাত্রীরদেহ তল্লাশী করে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

JK0007
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২

 ---

নাটোরের লালপুরে মো. উজ্জল (২৯) নামে এক বাস যাত্রীর দেহ তল্লাশী করে হেরোইনসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩ টার সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের তিনখুটির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি রাজশাহীর চারঘাটের পুরানপুরের রাওথা গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের তিনখুটির মোড় নামক স্থানে বাঘা-লালপুর সড়কে চেকপোস্ট বসিয়ে বাঘা হতে ঢাকাগামী সুপার সনি যাত্রীবাহী বাস (যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রা-ব-১৫-৪৫৩৭) তল্লাশী চালানো হয়। ডি-১ সিটে বসা মো. উজ্জলের দেহ তল্লাশি আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মো.উজ্জল অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ দেহে সংরক্ষন ও বহন করছিলেন বলে স্বীকার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ এর উপধারা ১নং সারণীর ৭ ও ৮ নং ক্রমিকের ৩নং কলামের (খ) ধারায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জেড সুজন মাহমুদ
লালপুর (নাটোর) প্রতিনিধি

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon