মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি প্রতিনিধি:-
গত ৮ নভেম্বর ২০২২ তারিখে চট্টগ্রাম জেলা তথ্য অফিস কর্তৃক প্রান্তিক পর্যায়ে প্রচারের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ, বাল্যবিবাহ নিরসন, শিশু নির্যাতন প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক আচরণ বিষয়ে পরামর্শক হিসেবে ভূমিকা রাখার জন্য ফটিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নন-মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রহমান সানি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার শুরুতে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সাঈদ হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, সহ-সভাপতি শিমুল ধর, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহ-সভাপতি চন্দন বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন রুবেল বড়ুয়া, ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ডা. বিধান চক্রবর্তী, প্রিয়রঞ্জন ভট্টাচার্য্য, ভজন দে, ভজন শীল, গুরুপদ শীল, চিনু বড়ুয়া প্রমূখ।
মন্তব্য