নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর
ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, লোকাল গভমেন্ট কোভিড-১৯ রিসপন্স ও রিকভারি প্রেজেক্টের আওয়াতায় অবকাঠামো নির্মাণ, রাস্তা,পানি নিষ্কাশন, স্যানিটেশন,স্বাস্থ্য খাতে উন্নয়নসহ পৌরসভাকে আধুনিক করতে কাজ করা হবে। আশা করি আগামীতে প্রতি বছরের মধ্যে পৌর এলাকার রাস্তা উন্নয়নের জন্য কোন রাস্তা খুজে পাওয়া যাবে না এবং রাস্তাতে কোন পানি, ময়লা আবর্জনা জমা থাকবে না। এছাড়া পৌরসভাকে আলোকিত করতে ইতিমধ্যে সোলার লাইট বসানোর কাজ শুরু হয়েছে। আর শ্রীঘ্রই পৌরবাসীর বিনোদনের খোড়াক মিটাতে পৌর পার্কের নিমাণ কাজ শুরু হবে ও শাকসজ্জায় ঘিরা থাকবে পুরো গোপালপুর পৌরসভা। তিনি আরো বলেন গোপালপুর পৌরসভা হবে ইটালিয়ান শহরের মতো।
গোপালপুর পৌরসভার মেয়র ও টিএলসিসি কমিটির সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও এ কমিটির সদস্য মাজহারুল ইসলাম (লিটন), প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, এ কমিটির সদস্য মজিবর রহমান, কামরুল হুদা, এজাজ আহম্মেদ,মতিউর রহমান, আব্দুল আওয়াল প্রমূখ।
এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
মন্তব্য