বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

কাউখালীতে ভুয়া চক্ষু ডক্তারকে ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা

JK0007
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২

---

মো:সাব্বির হোসেন কাউখালী প্রতিনিধি,

১২ নভেম্বর, ২০২২ কাউখালীতে ভুয়া চক্ষু ডাক্তারকে ভ্রম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জানাগেছে, উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা নামক স্থানে মিজান আই সেন্টারে গতকাল শনিবার সকালে শাহ্ নেওয়াজ নামে এক ভুয়া চক্ষু ডাক্তার চক্ষু চিকিৎসা প্রদান করছিল ।এসময় এলাকাবাসির সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিহিত করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থালে গিয়ে ডাক্তার শাহ্ নেওয়াজের চিকিৎসা দেওয়ার কোন বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই । ফলে ভ্রম্যমান আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।আদালত পরিচালনা করেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা খালেদা খাতুন রেখা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল আফিসার দীপ্ত কুন্ড। সাহ্ নেওয়াজের বাড়ি কুমিল্লা লক্ষিপুরে। নির্বাহী কর্মকর্তা খালদা খাতুন রেখা জানান ব্যবস্থাপত্র দেওয়ার বৈধ কোন কাগজপত্র না থাকায় দায় স্বীকার করায় ভুয়া চিকিৎসক শাহানেওয়াজকে ২০ হাজার টাকা জরিমান এবং মিজান আই সেন্টারের কোন লাইসেন্স না থাকায় দোকান সিলগালা করা হয়।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon