সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ১২ (নবেম্বর) ২০২২ইং মিজমিজি তালতলা ক্লাব সংলগ্ন শাকিল মিয়ার ভাড়াটিয়া মনজুরুল ইসালাম বাবু (২৭) বাদী হয়ে, ১/ মনির (৩৫), পিতা - হারুন ২/ জাহানারা (৫০) স্বামী -ফারুক ৩/ ছালমা (২২) স্বামী -জহির ৪/ ফাতেমা (৩৫) স্বামী - কামাল ৫/ সোহরাব (৫৫) পিতা- অজ্ঞাত ৬/ জহুরা (২৮) স্বামী - মনির সর্ব সাং মিজমিজি তালতলা ক্লাব সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বরাবর একটি অভিযোগ দায়ের করে যাহারা নং -৭৪৮০।
বাদীর পক্ষের অভিযোগ আমার স্ত্রী দিপু (২৪) বিদেশে গমন কালে তাঁর কষ্টে উপার্জিত অর্থ বিবাদীদের নিকট পাঠান বাদী ও বিবাদীগন উভয় আত্নীয় সজন। পরবর্তীতে আমার স্ত্রী দিপুু বাংলাদেশ এসে তাঁর পাওনা টাকা ফিরত চাওয়াতে বিবাদীগন পাওনা টাকা ফিরত দিতে অস্বীকার করে এবং উত্তেজিত হয়ে আমাকে ও আমার ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী দিপুকে মাইর ধর করে একপর্যায়ে বিবাদী মোঃ মনির হোসেন (৩৫) পিতা মোঃ হারুন বাদীর স্ত্রী দিপু ২ মাসের অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে রক্ত খনন ও নিলা ফুলা জখম করে। এবং স্ত্রী দিপুর গলায় (৪) আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ৩নং বিবাদী ছালমা, বাদী মনজুরুল ইসলাম বাবু ও স্ত্রী দিপুর ডাক চিৎকারে লোকজন জড়ো হলে বিবাদীগণ চলে যায় পরে মনজুরুল ও তার স্ত্রী চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে যায়। মনজুরুল ইসলাম বাবু উপরোক্ত বিষয়টির সঠিক তদন্তের মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আইনানুগ সহযোগিতা কামনা করে।
মন্তব্য