শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী দেড় ডজনেরও বেশী মামলার আসামি রাজু প্রধান গ্রেপ্তার

JK0007
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২

---

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

ফতুল্লার পশ্চিম দেওভোগ বাশমুলি, কাশিপুর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যা সহ দেড় ডজনের ও বেশী মামলার আসামি রাজু প্রধান (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ নভেম্বর) দুপুরে তাকে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রাজু প্রধান ফতুল্লা মডেল থানার বাশমুলির রিয়াজ প্রধানের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, রাজু প্রধান কে দুপুর একটার দিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। তার বিরুদ্ধে ১৭-১৮ টি মামলা রয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানায় ফতুল্লার দেওভোগ, বাশমুলি কাশিপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছওলো পশ্চিম দেওভোগ মাদ্রাসা শেষ মাত্রা, বাংলাবাজার, বাঁশমুলি, নুর মসজিদ, ভোলাই এলাকার সাধারণ মানুষ। এ বাহিনীর বিরুদ্ধে চাদাঁবাজি থেকে শুরু করে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

দুর্ধর্ষ সন্ত্রাসী রাজু ও তার বিশাল কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় ছিনতাই, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, হত্যা মামলাসহ প্রায় দেড় ডজনেরও বেশী মামলা রয়েছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon