বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

শিক্ষা ও গুণগত মানউন্নয়নের লক্ষ্যে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ

JK0007
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২

---

হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি,

ফরিদপুরের মধুখালী উপজেলার শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের শিক্ষার গুণগত মানউন্নয়নের লক্ষ্যে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে গভার্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা। এ সময় বক্তব্য রাখেন শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক হাজী এসএম জালালউদ্দিন,অভিবাক সদস্য আঃ সোহবান,সরোয়ার হোসেন মোল্যা, অভিবাবক মোঃ নান্নুু মিয়া ও শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আনিসুর রহমান প্রমুখ ।

অভিভাবক সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন শিক্ষারগুণগত মানউন্নযন করতে হলে যেটা অভিভাবকদের করনিয় সেটা করতে হবে এবং অভিভাবকদের সচেতনা করে তুলতে হবে মাদক বিরোধি পদক্ষেপ,বাল্যবিবাহ প্রতিরোধ,যৌন হয়রানী প্রতিরোধ,জঙ্গি বাদ বিরোধি পদক্ষেপ এবং শিক্ষার্থদের মোবাইল ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেন। অভিভাবক সমাবেশ পরবর্তী শুকুর মামুদ স্কুল এন্ড কলেজে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনুষ্ঠানের প্রধান অতিথি পরিদর্শন করেন।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon