শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণকালে টুঙ্গিপাড়া কলেজ রোভার স্কাউটস গ্রুপের সাথে সৌজন্য সাক্ষাৎ

JK0007
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২

রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভারের পাঁচজন গার্ল ইন রোভার ও একজন রোভার গত ২৭ নভেম্বর ২০২২ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা থেকে সার্কিট হাউস, পিরোজপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে৷ পরিভ্রমণকারীদল ২৯ নভেম্বর ২০২২ দুপুর ১:৩০ মিনিটে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে এসে পৌঁছায় ৷

সেসময় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ রোভার স্কাউট গ্রুপ তাদেরকে স্বাগত জানায়৷

এ সময় উপস্থিত ছিলেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ রোভার স্কাউটস গ্রুপের আর এস এল প্রদীপ কুমার বিশ্বাস।

পরিভ্রমণরত রোভারদের উদ্দেশ্যে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন বলেন, রোভার স্কাউট এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট ‘স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবে ৷

২৭ নভেম্বর ২০২২ হতে ০১ ডিসেম্বর ২০২২, পাঁচ দিন ব্যাপী এ প্রোগ্রামে ৩য় দিনে তারা টুঙ্গিপাড়া কলেজে এসে পৌঁছায় ৷ পরিভ্রমনের পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে ৷ এ দীর্ঘ পথ অতিক্রমে আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ৷

“ প্রকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে সুন্দরবন ” এই স্লোগানে রোভার ও গার্ল ইন রোভাররা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে, এর মধ্যে- আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ; দুর্যোগে আগাম সতর্কবার্তা , সবার জন্য কার্য ব্যবস্থা ; বাঘের গর্জন সমৃদ্ধি অর্জন; মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা; মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই; শান্তিময় জীবন, উন্নত দেশ এই স্লোগান বুকে ধারণ করে তারা যাত্রাপথে প্রতিনিয়ত সকলকে সচেতন করে যাচ্ছে।

আগামী ০১ ডিসেম্বর ২০২২ পিরোজপুরে তাদের পরিভ্রমণ শেষ হওয়ার কথা রয়েছে ৷

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon