রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঐক্যবদ্ধ সকল ফটিকছড়িবাসী

JK0007
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২

---

মোহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের জনসভায় স্বতস্ফূর্তভাবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাবে ফটিকছড়িবাসী। এ উপলক্ষ্যে দলমত নির্বিশেষে ফটিকছড়ির সকল পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে ‘আমরা ফটিকছড়িবাসী’র ব্যানারে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে এক মতবিনিময়ের আয়োজন করে আমরা ফটিকছড়িবাসী। এতে ফটিকছড়ির বিভিন্নস্তরের পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রবীণ আইনজীবী মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ ও ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মাদার অব হিউম্যানিটিখ্যাত জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। সার্বিক সূচকে বেড়েছে মানুষের জীবনযাত্রার মান। এই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে দলমত নির্বিশেষে আগামী ৪ ডিসেম্বর সকল মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড ময়দানে।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারায় একসময়ের অবহেলিত উপজেলা ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাত্র কয়েক বছরে পাল্টে গেছে অবহেলিত এই জনপদের চেহারা। ফটিকছড়ির এমন কোনো এলাকা নেই, যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়ির পেশাজীবীরা দলে দলে জনসভা সফল করার উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ সকল পেশাজীবীদের প্রতি।
সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ ও রাইসুল ইসলাম চৌধুরী এমিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মনজুর মোরেশেদ ফিরোজ, অ্যাডভোকেটে সালামত উল্লাহ শাহীন, জোবায়দা সরওয়ার নিপা, ব্যাংকার নিজাম উদ্দিন, রাশেদুল আমিন রাশেদ, প্রকৌশলী শাহজাহান, চট্টগ্রাম সমিতি-লন্ডনের সভাপতি আবু মুসা, এটিএম ইসহাক, ব্যবসায়ি কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু তালেব প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon