শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

প্রতিবন্ধী কিশোরের আঘাতে শিশুর মৃত্যু

JK0007
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২

 ---

আব্দুল কাইয়ুম,সাভারঃ

আশুলিয়ায় প্রতিবন্ধী কিশোরের আঘাতে প্রতিবেশী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ডিসেম্বর) সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মাস বয়সী শিশু তাবাচ্ছুম মারা যায়। এর আগে আজ সকাল ১১টার দিকে জামগড়া উত্তর পাড়া সাত্তারের বাড়িতে প্রতিবেশী প্রতিবন্ধী কিশোর আকাশের (১৬) আঘাতে গুরুতর আহত হয় শিশুটি।

শিশু তাবাচ্ছুৃম চাঁদপুর জেলার মতলব থানাধীন চরমাছুরা এলাকার নজরুলের মেয়ে। শিশুটির বাবা নজরুল ফার্ণিচার মিস্ত্রী তার স্ত্রী পোশাক শ্রমিক।

প্রতিবন্ধী কিশোর আকাশ দিনাজপুরের কোতোয়ালি থানার দপ্তরি গ্রামের শামীমের ছেলে। সে মা-বাবার সাথে উত্তর জামগড়া এলাকার আব্দুস সাত্তারের বাড়ীর ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

আকাশের বাবা শামীম জানান, সে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে তার স্ত্রী বাসায় থাকে। নিহত তাবাচ্ছুমের মা পোশাক শ্রমিক বাবা ফার্ণিচার মিস্ত্রী। মাসে তিন হাজার টাকা চুক্তিতে তারা শিশু তাবাচ্ছুমকে দেখাশুনা করতো। ঘটনার সময় শিশুটি ঘুমিয়ে ছিল, ঘুম থেকে উঠে কান্নাকাটি করলে প্রতিবন্ধী কিশোর আকাশ মেয়েটিকে আঘাত করে। আকাশের মা ঘরে এসে দেখে মেয়েটির নাকমুখ দিয়ে রক্ত বেরুচ্ছে। আহত শিশুটিকে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই সন্ধ্যায় শিশুটি মারা যায়।

আশুলিয়া থানা এস আই নাজিবুল জানায়, ঘটনাটি শুনেছি। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নিহত তাবাচ্ছুমের বাবা নজরুল শোকাহত হয়ে জানান আঘাতকারী কিশোর প্রতিবন্ধী হওয়ায় এ ঘটনায় তারা কোনো পুলিশি অভিযোগ করেন নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon